এস এম উমেদ আলীঃ
সুদ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে অঙ্গিকারাবদ্ধ দিরাই আসহাবে বদর ফাউন্ডেশন এর জরুরি সভা২২শে জুন জালাল সিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়!
ফাউন্ডেশনের সভাপতি মুখতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন
দিরাই আসহাবে বদর ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ,উপস্থিত ছিলেন
সহ সভাপতি মাওলানা কাজী নূরুল আজীজ,সহ সাধারণ সম্পাদক আলমগীম হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক,অর্থ সম্পাদক আব্দুল মুকিত সহ অর্থ সম্পাদক এম আবিদুর রহমান প্রচার সম্পাদক মো:মোসলেহ উদ্দিন, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ রাজী, সমাজ সেবা সম্পাদক আমজদ হোসেন মিলন,নির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান,মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হেলাল আহমদ,ফজলুল করিম প্রমুখ!
সম্মানিত সুধি!আপনিও দিরাই আসহাবে বদর ফাউন্ডেশনের সদস্য হয়ে সুদ দুর্নীতি মুক্ত সমাজ বির্নিমানে সক্রিয় ভূমিকা রাখুন!