হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
কলকলিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ইউনিসেফ এর সহায়তায় বন্যা দুর্গত পরিবার এর মাঝে হাইজিনিক কিট বিতরণ করা হয়েছে।
ন্যাশিয়ন ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড( ইউনিসেফ) এর সহায়তায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বন্যা দুর্গত পরিবারকে সহায়তা করার লক্ষে ২৩ শে জুন রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিত দেড় শতাধিক বন্যাদুর্গত পরিবার এর মাঝে প্রায় চার হাজার টাকা সমপরিমাণ মূল্যের “হাইজিনিক কিট” অর্থাৎ শিশু সুরক্ষা, জরুরী পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী মোখলেছুর রহমান, নয়ন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাইয়ূম, মসিক আহমদ, মহিলা মেম্বার স্বপ্না রানী, ছফেদা বেগম,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন,সহ-সভাপতি মাষ্টার মিজানুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার ব্যক্তিগত সচিব ফুজায়েল আহমদ প্রমূখ সহ সুবিধাভোগী জনসাধারণ।