Sylhet 2:48 am, Tuesday, 24 December 2024

খালিয়াজুরীতে দিন-রাত মন্দির পাহারা দিচ্ছেন বিএনপিও জামায়াত ইসলামী নেতাকর্মীরা

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পালাক্রমে দিন-রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। হিন্দুদের মন্দিরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে রক্ষা করতে তাদের হাতে লাঠি ও টর্চলাইট নিয়ে কার্যক্রম চালাতে দেখা যায়। মুখে বাঁশি বাজিয়ে দিন রাতভর পাহারা দেওয়ায় হিন্দুদের মধ্যে আতঙ্কের পরিবর্তে স্বস্তি রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুথানে গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলায় দুর্বৃত্তরা। এতে করে জেলার সর্বত্র উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা আব্দুরফ স্বাধীন বলেন, খালিয়াজুরীবাসীর হিন্দুদের নিরাপত্তার জন্য আমাদের বিএনপির নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নের গ্রামে তারা রাত জেগে পাহারা দিচ্ছেন। কোনো সমস্যা নেই, আমরা মাঠে আছি হিন্দুদের নিরাপত্তার জন্য।

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা আলী হাসান বলেন, দেশের পরবর্তী প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সভা করে স্থানীয় নেতাকর্মীদের দিয়ে হিন্দুসহ জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় কমিটি করে দিয়েছি। যেন কোনো দুষ্কৃতকারী জনগণের জানমালের ক্ষতি করতে না পারে। একইসঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় সবার কাছে প্রশাসনের সহায়তার জন্য মোবাইল নম্বর দিয়েছি। যাতে করে তারা যেকোনো পরিস্থিতিতে প্রশাসনের সহায়তা নিতে পারে।

ধর্ম যার যার রাষ্ট্র সবার। খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা আরিফ তালুকদার বলেন, আমাদের সব জনশক্তিকে সংখ্যালুগুদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় পাহারা দিচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে তাদের আশ্বস্ত করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা মেন্দিপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা হিন্দু মুসলিম বুঝিনা, আমরা সবার অধিকার সমান মনে করি। এরপরও আমরা হিন্দু ভাইদের পাশে আছি এবং থাকবো।

খালিয়াজুরী উপজেলা জামায়াত ইসলামী নেতা রিয়াজ উদ্দিন এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা হিন্দুদের জানমাল নিরাপত্তা নিয়ে দিনরাত পাহারা দিচ্ছি। এবং দিয়ে ও যাবো। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমাদের কোনও ভেদাভেদ নেই।

খালিয়াজুরী উপজেলা সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুল্লাহ বলেন, আমাদের দেশের হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের কোনো হিংসা ভেদাভেদ নেই, আমাদের ভাইদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আমি নিজেও রাত জেগে পাহারা দিচ্ছি। যাতে করে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে। আমরা চাই দেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করুক, সে বিষয়ে শুধু রাজনৈতিক নেতা নয়, আমাদের সাংবাদিকদের ও সজাগ থাকতে হবে।

খালিয়াজুরী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার দাস বলেন, গত ক’দিন ধরে বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিরাপদে থাকতে আশ্বস্ত করছেন। একইসঙ্গে তারা আমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। এতে করে হিন্দুদের মধ্যে ভীতি দূর করতে কাজ করছে। এ পর্যন্ত উপজেলার কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর হয়নি, মেন্দিপুর গ্রামে যে বাড়িতে ঘটনা ঘটেছে তা সমাধান হয়ে গেছে।তবে বলরামপুর টিটু দেবনাথের একটি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে নজরুল, কামাল ও কয়েকজন লোকে, এটা শেষ হয়নি মনে হয়। তবে শুনেছি এটা তাদের পূর্ব শত্রুতা নিয়ে এমন ঘটনা ঘটাইছে।

এবিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খালিয়াজুরী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও খালিয়াজুরী থানা পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

খালিয়াজুরীতে দিন-রাত মন্দির পাহারা দিচ্ছেন বিএনপিও জামায়াত ইসলামী নেতাকর্মীরা

প্রকাশের সময় : 06:05:48 pm, Thursday, 15 August 2024

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পালাক্রমে দিন-রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। হিন্দুদের মন্দিরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে রক্ষা করতে তাদের হাতে লাঠি ও টর্চলাইট নিয়ে কার্যক্রম চালাতে দেখা যায়। মুখে বাঁশি বাজিয়ে দিন রাতভর পাহারা দেওয়ায় হিন্দুদের মধ্যে আতঙ্কের পরিবর্তে স্বস্তি রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুথানে গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলায় দুর্বৃত্তরা। এতে করে জেলার সর্বত্র উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা আব্দুরফ স্বাধীন বলেন, খালিয়াজুরীবাসীর হিন্দুদের নিরাপত্তার জন্য আমাদের বিএনপির নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নের গ্রামে তারা রাত জেগে পাহারা দিচ্ছেন। কোনো সমস্যা নেই, আমরা মাঠে আছি হিন্দুদের নিরাপত্তার জন্য।

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা আলী হাসান বলেন, দেশের পরবর্তী প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সভা করে স্থানীয় নেতাকর্মীদের দিয়ে হিন্দুসহ জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় কমিটি করে দিয়েছি। যেন কোনো দুষ্কৃতকারী জনগণের জানমালের ক্ষতি করতে না পারে। একইসঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় সবার কাছে প্রশাসনের সহায়তার জন্য মোবাইল নম্বর দিয়েছি। যাতে করে তারা যেকোনো পরিস্থিতিতে প্রশাসনের সহায়তা নিতে পারে।

ধর্ম যার যার রাষ্ট্র সবার। খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা আরিফ তালুকদার বলেন, আমাদের সব জনশক্তিকে সংখ্যালুগুদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় পাহারা দিচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে তাদের আশ্বস্ত করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা মেন্দিপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা হিন্দু মুসলিম বুঝিনা, আমরা সবার অধিকার সমান মনে করি। এরপরও আমরা হিন্দু ভাইদের পাশে আছি এবং থাকবো।

খালিয়াজুরী উপজেলা জামায়াত ইসলামী নেতা রিয়াজ উদ্দিন এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা হিন্দুদের জানমাল নিরাপত্তা নিয়ে দিনরাত পাহারা দিচ্ছি। এবং দিয়ে ও যাবো। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমাদের কোনও ভেদাভেদ নেই।

খালিয়াজুরী উপজেলা সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুল্লাহ বলেন, আমাদের দেশের হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের কোনো হিংসা ভেদাভেদ নেই, আমাদের ভাইদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আমি নিজেও রাত জেগে পাহারা দিচ্ছি। যাতে করে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে। আমরা চাই দেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করুক, সে বিষয়ে শুধু রাজনৈতিক নেতা নয়, আমাদের সাংবাদিকদের ও সজাগ থাকতে হবে।

খালিয়াজুরী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার দাস বলেন, গত ক’দিন ধরে বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিরাপদে থাকতে আশ্বস্ত করছেন। একইসঙ্গে তারা আমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। এতে করে হিন্দুদের মধ্যে ভীতি দূর করতে কাজ করছে। এ পর্যন্ত উপজেলার কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর হয়নি, মেন্দিপুর গ্রামে যে বাড়িতে ঘটনা ঘটেছে তা সমাধান হয়ে গেছে।তবে বলরামপুর টিটু দেবনাথের একটি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে নজরুল, কামাল ও কয়েকজন লোকে, এটা শেষ হয়নি মনে হয়। তবে শুনেছি এটা তাদের পূর্ব শত্রুতা নিয়ে এমন ঘটনা ঘটাইছে।

এবিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খালিয়াজুরী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও খালিয়াজুরী থানা পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।