সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের চোপড়া এলাকা থেকে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কালো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি বামপার্শ্বে স্বরস্বতী এবং ডানপার্শ্বে লক্ষী মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় ১জনকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করে র্যাব। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার চোপড়া এলাকার মৃত হবিবর রহমান এর ছেলে আকবর আলী (৫০)।
পুলিশ জানায়,জব্দকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, প্রস্থ ৬.৫ ইঞ্চি এবং ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার টাকা। এসময় তার চোরাইচালান কাজে ব্যবহৃত একটি পুরাতন বাটন মোবাইল, SYMPHONY, IMEI 1-355125293948481, IMEI 2-355125293948499, যাহার সিম নং- ০১৭৮০-৮৬৯০০৪, ০১৭৪১-৩১২৩৪২, আনুমানিক মূল্য ১০০০ টাকা উদ্ধার করা হয়।
মূর্তি উদ্ধারের বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক জানান, আজ (১১ ফেব্রুয়ারী) থানায় ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর 25B (1)(A) মামলা রুজু করা হয়
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT