সুনামগঞ্জের পর্যটক স্পট শিমুল বাগানে গাঁজার চালানসহ মাদক কারবারি আটক


Sylhet Journal প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ /
সুনামগঞ্জের পর্যটক স্পট শিমুল বাগানে গাঁজার চালানসহ মাদক কারবারি আটক

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটক স্পট শিমুল বাগানে গাঁজার চালান হেলাল মিয়া নামক এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সন্ধায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল পৌণে তিন কেজি গাঁজা সহ তাকে আটক করে।
আটক হেলাল তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে,কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে গাঁজার চালান নিয়ে ফিরে আসার পথে জাদুকাটা-মাহারাম সীমান্ত নদী তীরবর্তী পর্যটক স্পট মাণিগাঁও শিমুল বাগান থেকে মাদক কারবারি হেলালকে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির টহল দল আটক করে।