Sylhet 4:37 pm, Wednesday, 25 December 2024

শহীদ আয়াতুল্লাহ’র পরিবারকে একলক্ষ টাকা চেক হস্তান্তর

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মোঃসিরাজুল ইসলামের পুত্র শহীদ আয়াতুল্লাহ’র পরিবারকে নগদ একলক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

২১আগষ্ট বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে শহীদ আয়াতুল্লাহর পিতা মোঃসিরাজুল ইসলামের হাতে একলক্ষ টাকার চেক তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।

উল্লেখ্য বিগত ৫ইআগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন মো. আয়াতুল্লাহ।এবং ১৬ আগস্ট শহীদ মো. আয়াতুল্লাহ এঁর মৃতদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গ হতে সনাক্ত করা হয়।ঐদিন রাতেই শহীদ আয়াতুল্লাহর মরদেহ মধ্যনগর উপজেলা থানা প্রশাসন ও জনতার উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন,মধ্যনগর সমাজসেবা(অ.দা) কর্মকর্তা মোঃতৌফিক আহম্মেদ,ছাত্রজনতার পক্ষে মোঃরাব্বী প্রমুখ।

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

সেচ্ছাসেবক দল নেতার খোঁজ-খবর নিয়ে প্রশংসা ভাসছেন জনাব তারেক রহমান

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

শহীদ আয়াতুল্লাহ’র পরিবারকে একলক্ষ টাকা চেক হস্তান্তর

প্রকাশের সময় : 12:18:36 pm, Wednesday, 21 August 2024

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মোঃসিরাজুল ইসলামের পুত্র শহীদ আয়াতুল্লাহ’র পরিবারকে নগদ একলক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

২১আগষ্ট বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে শহীদ আয়াতুল্লাহর পিতা মোঃসিরাজুল ইসলামের হাতে একলক্ষ টাকার চেক তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।

উল্লেখ্য বিগত ৫ইআগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন মো. আয়াতুল্লাহ।এবং ১৬ আগস্ট শহীদ মো. আয়াতুল্লাহ এঁর মৃতদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গ হতে সনাক্ত করা হয়।ঐদিন রাতেই শহীদ আয়াতুল্লাহর মরদেহ মধ্যনগর উপজেলা থানা প্রশাসন ও জনতার উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন,মধ্যনগর সমাজসেবা(অ.দা) কর্মকর্তা মোঃতৌফিক আহম্মেদ,ছাত্রজনতার পক্ষে মোঃরাব্বী প্রমুখ।