সাংবাদিক নেসারুল হক খোকনকে কানাডায় সংবর্ধনা প্রদান


Sylhet Journal প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ /
সাংবাদিক নেসারুল হক খোকনকে কানাডায় সংবর্ধনা প্রদান

কানাডার টরন্টোতে সংবর্ধিত হলেন জাতীয় দৈনিক যুগান্তর-এর সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন।

শুক্রবার, ২৭ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টরন্টোর মদিনা প্রিমিয়াম গ্রীল রেস্টুরেন্টের হল রুমে কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা বাসীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহ মাহবুবের সভাপতিত্ব এবং মোঃ শামিম মিয়া ও রুম্মান আহমেদর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার টরন্টো সেনেকা কলেজের অধ্যাপক ড. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাসুক মিয়া, দিলোওয়ার হোসেন বকুল, মোঃ ফজলুল করিম, কপিল উদ্দিন বাবলু, লন্ডন প্রবাসী কবির জায়গীরদার রাজা, মিলাদ আহমদ, মোঃ জিল্লুর রহমান, মিজানুর রহমান জিতু, সুবেদুর রহমান মুন্না, দাউদ পীর, আনিসুর রহমান রনি, কাজী শিহাব উদ্দিন চৌধুরী, পাভেল আহমদ, তোফায়েল আহমদ শামীম,
আনোয়ার মিয়া ও মাজহার চৌধুরী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক নেসারুল হক খোকনের সাহসী, নিরপেক্ষ ও অনুসন্ধানমূলক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “খোকন একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক, যিনি দেশ ও মানুষের কল্যাণে কলম চালিয়ে যাচ্ছেন। তার প্রতিবেদন দেশের গণমাধ্যম জগতে একটি শক্তিশালী প্রভাব ফেলেছে।”

অনুষ্ঠান শেষে নেসারুল হক খোকন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এই ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল ও নির্ভীকভাবে সাংবাদিকতা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে।