হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহাদাৎ বরনকারী সাংবাদিক আবু তুরাব সহ শাহাদাৎ বরনকারী ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে শাহাদাৎ বরনকারী সিলেট থেকে প্রকাশিত দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তুরাব সহ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরনকারী ছাত্রজনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আমিনূর রহমান জিলু, জামাল উদ্দিন বেলাল, রেজোয়ান কোরেশি, মাসুম আহমেদ ও রোম্মান আহমেদ সহ আরো অনেকে।
ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরনকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক মাসুম আহমেদ।