Sylhet 4:42 am, Wednesday, 25 December 2024

হযরত শাহজালাল রা. দরগাহ’র খাদিম পরিবারের ত্রাণ বিতরণ

দরগাহ হযরত শাহজালাল (রহ:) এইড অর্গানাইজেশনের উদ্যোগে খাদিম পরিবারের পক্ষ থেকে ২টিম মৌলভীবাজার জেলার কুলাউড়া, রাজনগর উপজেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ২৭ আগস্ট, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

পাশাপাশি আরেকটি টিম রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক, প্রেমনগর, কাউকাপন, করাইয়া, হাটিকরাইয়া, পন্ডিতপুর, মসাজান এলাকায় ও কয়েকটি আশ্রয়কেন্দে রান্না করা খাবার বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কালে খাদেম পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুফতি নেহাল উদ্দিন, মুফতি মুহতাসিম বিন হাসান, মুফতি শাহান, মুফতি দাঈম সিদ্দিকী, সরকুম ইউছুফ ফতহুল জাফর, আব্দুল্লাহ নাছিফ চৌধুরী, সারেকওম আবির হুসেন, মুফতি ইউসুফ, মুফতি জারাবী, মুফতি রাকিন আহমদ। কুলাউরা রউৎগাও স্পোর্টস ক্লাব এর স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

সেচ্ছাসেবক দল নেতার খোঁজ-খবর নিয়ে প্রশংসা ভাসছেন জনাব তারেক রহমান

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

হযরত শাহজালাল রা. দরগাহ’র খাদিম পরিবারের ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : 06:31:39 pm, Wednesday, 28 August 2024

দরগাহ হযরত শাহজালাল (রহ:) এইড অর্গানাইজেশনের উদ্যোগে খাদিম পরিবারের পক্ষ থেকে ২টিম মৌলভীবাজার জেলার কুলাউড়া, রাজনগর উপজেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ২৭ আগস্ট, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

পাশাপাশি আরেকটি টিম রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক, প্রেমনগর, কাউকাপন, করাইয়া, হাটিকরাইয়া, পন্ডিতপুর, মসাজান এলাকায় ও কয়েকটি আশ্রয়কেন্দে রান্না করা খাবার বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কালে খাদেম পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুফতি নেহাল উদ্দিন, মুফতি মুহতাসিম বিন হাসান, মুফতি শাহান, মুফতি দাঈম সিদ্দিকী, সরকুম ইউছুফ ফতহুল জাফর, আব্দুল্লাহ নাছিফ চৌধুরী, সারেকওম আবির হুসেন, মুফতি ইউসুফ, মুফতি জারাবী, মুফতি রাকিন আহমদ। কুলাউরা রউৎগাও স্পোর্টস ক্লাব এর স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।