সিলেট সরকারি কলেজ প্রতিনিধি
সিলেট সরকারি কলেজে (২০২৪-২৫) সেশনে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট সরকারি কলেজ শাখা।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট শিল্পকলা একাডেমিতে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের সরকারি কলেজ সভাপতি মো. রেদওয়ান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহে মিছবাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
প্রধান অতিথির বক্তব্যে শিশির মোহাম্মদ মনির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে ভালো-মন্দের পার্থক্য বুঝতে হবে। নয়তো যে কারণে এই বিপ্লব সংগঠিত হয়েছে এর কোন প্রতিফলন ঘটবে না। বরং ফ্যাসিবাদ আবার আমাদের মধ্যেই জন্ম নিবে। আর নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেজন্য সবাইকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শরিফ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ অস্ত্রের ঝনঝনানি দিয়ে ছাত্রশিবির থেকে ছাত্রদের দূরে রাখতে চেয়েছিল। কিন্তু আজকের এই উপস্থিতি প্রমাণ করে কোন ধরনের জুজুর ভয় দেখিয়ে ছাত্র শিবির থেকে সাধারণ ছাত্রদের দূরে রাখা যায় না।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ হলো বিপ্লবীদের বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু,মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই মিলে মিশে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। নতুন বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও পরিকল্পনা সম্পাদক নজরুল ইসলাম, সিলেট এমসি কলেজ শাখার সভাপতি এনামুল ইসলাম, মদনমোহন কলেজ শাখার সভাপতি মিজানুর, ইন্টার সেকশনের ছাত্র প্রতিনিধি ফাহমিদ আল মাহাদি ও অনার্স সেকশনের ছাত্র প্রতিনিধি জাহিদুল ইসলাম।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের প্রায় পাঁচ শাতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুলতান মাহমুদ মুরাদ।