দিরাই’র মিলনগঞ্জ তারাপাশা বাজার পরিচালনা কমিটির নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

দিরাই’র মিলনগঞ্জ তারাপাশা বাজার পরিচালনা কমিটির নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন

সুনামগঞ্জের দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ তারাপাশা বাজার এই সর্বপ্রথম বাজারের ভিটার মালিক ও সকল ব্যাবসায়ীদের নিয়ে বাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসাহ উদ্দীপনা ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারী ২০২৫ ইংরেজি রোজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মিলনগঞ্জ তারাপাশা বাজারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটার ছিল ১১৬ জন, ভোট হয়েছে ১০১টা।
প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক নুরুদ্দিন ও মহি উদ্দিন।
নির্বাচন কমিশনার ছিলেন, ফখরুল ইসলাম আলা মিয়া। আব্দুল ওয়াদুদ খান। মোঃ সানুর মিয়া। মঞ্জুর আলম চৌধুরী।মোঃ আলী আহমেদ।

সাংবাদিকতা পালন করছেন সৈয়দ উমেদ আলী। মোঃ ওয়াসিদ মিয়া। মোঃ ইদু খান। প্রশাসনিক দায়িত্ব পালন করছেন দিরাই থানা পুলিশ অফিসার বিল্লাল আহমেদ ও উনার সহযোগীরা।

মিলনগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ১)বদরুজ্জামান চৌধুরী কমল ছাতা প্রতিকে
৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন।
২)আতিকুজ্জামান চশমা প্রতিকে
২৮ ভোট পেয়েছেন!
৩)মোঃ তাহিদ মিয়া চেয়ার প্রতিকে ১৫
ভোট পেয়েছেন!
সেক্রেটারি।
১)সৈয়দ আলী হোসেন ফুটবল প্রতিকে ৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন!
২)রুবেল মিয়া ঘুড়ি প্রতিকে ১৯ ভোট পেয়েছেন!
কোষাধ্যক্ষ
খলিলুর রহমান নানু বই প্রতিক ৫৭ ভোট পেয়ে জয়ী।
সুলায়মান দোয়াত কলম প্রতিকে ৪১ ভোট পেয়েছেন।

এলাকাবাসী বলেন, সুস্থ ও সুন্দর ভাবে এই নির্বাচন হওয়ায় সকল ভোটারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাজার কমিটি নির্বাচনে উপস্থিত ছিলেন, অর্থ এলাকার গণ্যমান ব্যক্তিগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল