Sylhet 6:39 pm, Tuesday, 24 December 2024

বগুড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যা

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে ধরে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া গাবতলী উপজেলার নারুয়ামালা নামক স্থানে। নিহত ব্যক্তি
ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোবাস্বীর হোসেন (১২) স্থানীয় মাদরাসার ছাত্র। হত্যাকারী জেঠাত বড় ভাই নাবিল হোসেন (১৮) সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো জেঠাত ভাই। স্থানীয়রা জানায় ঘটনার দিন চাচাতো ছোট ভাই মোবাস্বীর জেঠাত বড় ভাই নাবিলের মোবাইল ফোন তাকে নাবলে নিয়ে খেলা করছিল, ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো একটি বার্মিজ চাকু দিয়ে নিজঘরে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে পুলিশেকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এবং পুলিশ উক্ত ঘটনার সাথে জড়িত নাবিল কে আটক করে থানায় নিয়ে আসেব । বগুড়া গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জেঠাত ভাই নাবিল তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রকৃত কারন উদঘা করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

সেচ্ছাসেবক দল নেতার খোঁজ-খবর নিয়ে প্রশংসা ভাসছেন জনাব তারেক রহমান

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বগুড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যা

প্রকাশের সময় : 02:27:25 pm, Monday, 21 October 2024

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে ধরে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া গাবতলী উপজেলার নারুয়ামালা নামক স্থানে। নিহত ব্যক্তি
ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোবাস্বীর হোসেন (১২) স্থানীয় মাদরাসার ছাত্র। হত্যাকারী জেঠাত বড় ভাই নাবিল হোসেন (১৮) সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো জেঠাত ভাই। স্থানীয়রা জানায় ঘটনার দিন চাচাতো ছোট ভাই মোবাস্বীর জেঠাত বড় ভাই নাবিলের মোবাইল ফোন তাকে নাবলে নিয়ে খেলা করছিল, ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো একটি বার্মিজ চাকু দিয়ে নিজঘরে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে পুলিশেকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এবং পুলিশ উক্ত ঘটনার সাথে জড়িত নাবিল কে আটক করে থানায় নিয়ে আসেব । বগুড়া গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জেঠাত ভাই নাবিল তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রকৃত কারন উদঘা করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।