Sylhet 4:35 pm, Monday, 23 December 2024

সিলেট সোস্যাল জগিং ক্লাবের উদ্যোগে নগরীতে ১০ কি:মি: ম্যারাথন দৌড় সম্পন্ন

২৫ শে অক্টোবর (শুক্রবার)সিলেট নগরীর এয়ারপোর্ট সড়কে প্রথমবারবে মতো ১০ কি:মি: মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সিলেট সোস্যাল জগিং ক্লাব।

“শরীর চর্চা প্রাত্যহিক জীবনের একটি অংশ হওয়া উচিৎ” এই স্লোগান কে সামনে রেখে সকাল ৬:৩০ মিনিটে হাউজিং স্টেট এলাকা থেকে এয়ারপোর্ট সড়ক হয়ে প্রায় ১০ কি:মি: মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন অসংখ্যজন।

প্রায় ১০কি:মি: পথ পাড়ি দিয়ে বড়শালা সিলেট ক্লাবের সামনে শেষ হয়।

এতে বিজয়ীরা হলেন ১ম-রোটারিয়ান আলমগীর হুসাইন,পিএইচএফ।
২য়-মাসুক আহমদ(সহকারী অধ্যাপক)
৩য়-সাইফুল ইসলাম(ব্যাংকার)
প্রতিযোগিতা শেষে ক্যাম্ব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে টি শার্ট ও বিজয়ী ৩জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অংশ গ্রহণকারীদের নিয়ে সিলেট ক্লাবে বিশেষ ব্রেকফাস্ট এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব রেজাউল হাসান কয়েস লোদি( সাবেক প্যানেল মেয়র সিসিক) ড.খন্দকার মো: মুমিমুন হক,শাহিন আজাদ, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী,আব্দুল মালেক,আবুল কালাম(ডাইরেক্টর, ক্যাম্ব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ) ড.তিতিউর রহমান, ড.মাসুদ রানা,মুহিবুর রহমান, আব্দুল হান্নান, রুম্মান ,উমর আলী,সিহাব আহমেদ,ফয়সল আহমদ,রানা, আব্দুল জব্বার,হুমায়ুন আহমেদ,ইমরান আহমেদ,এডভোকেট রানা,আমিনুল হক,লিয়াকত , পাবেল কুরেশী, পাবেল আহমেদ,এনাম উদ্দিন মোহাম্মদ ঈসা তালুকদার, ওলী আহমদ সহ প্রমুখ

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

সিলেট সোস্যাল জগিং ক্লাবের উদ্যোগে নগরীতে ১০ কি:মি: ম্যারাথন দৌড় সম্পন্ন

প্রকাশের সময় : 06:51:24 pm, Saturday, 26 October 2024

২৫ শে অক্টোবর (শুক্রবার)সিলেট নগরীর এয়ারপোর্ট সড়কে প্রথমবারবে মতো ১০ কি:মি: মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সিলেট সোস্যাল জগিং ক্লাব।

“শরীর চর্চা প্রাত্যহিক জীবনের একটি অংশ হওয়া উচিৎ” এই স্লোগান কে সামনে রেখে সকাল ৬:৩০ মিনিটে হাউজিং স্টেট এলাকা থেকে এয়ারপোর্ট সড়ক হয়ে প্রায় ১০ কি:মি: মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন অসংখ্যজন।

প্রায় ১০কি:মি: পথ পাড়ি দিয়ে বড়শালা সিলেট ক্লাবের সামনে শেষ হয়।

এতে বিজয়ীরা হলেন ১ম-রোটারিয়ান আলমগীর হুসাইন,পিএইচএফ।
২য়-মাসুক আহমদ(সহকারী অধ্যাপক)
৩য়-সাইফুল ইসলাম(ব্যাংকার)
প্রতিযোগিতা শেষে ক্যাম্ব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে টি শার্ট ও বিজয়ী ৩জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অংশ গ্রহণকারীদের নিয়ে সিলেট ক্লাবে বিশেষ ব্রেকফাস্ট এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব রেজাউল হাসান কয়েস লোদি( সাবেক প্যানেল মেয়র সিসিক) ড.খন্দকার মো: মুমিমুন হক,শাহিন আজাদ, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী,আব্দুল মালেক,আবুল কালাম(ডাইরেক্টর, ক্যাম্ব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ) ড.তিতিউর রহমান, ড.মাসুদ রানা,মুহিবুর রহমান, আব্দুল হান্নান, রুম্মান ,উমর আলী,সিহাব আহমেদ,ফয়সল আহমদ,রানা, আব্দুল জব্বার,হুমায়ুন আহমেদ,ইমরান আহমেদ,এডভোকেট রানা,আমিনুল হক,লিয়াকত , পাবেল কুরেশী, পাবেল আহমেদ,এনাম উদ্দিন মোহাম্মদ ঈসা তালুকদার, ওলী আহমদ সহ প্রমুখ