হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের রানীগঞ্জ সেতু থেকে সিএনজি চালক সুজিত (৩০) নামক এক যুবক এর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, ১৬ ই নভেম্বর রোজ শনিবার দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় পাগলা-জগন্নাথপুর- আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা অংশে রানীগঞ্জ সেতুর উপর জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোপড়াপুর গ্রাম নিবাসী সোহাগ দাস এর ছেলে সিএনজি চালক সুজিত দাস (৩০) নামক এক যুবকের রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মর্চ্যুয়ারীতে রাখেন। লাশের ময়নাতদন্তের জন্য ১৭ ই নভেম্বর রোজ রবিবার সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সিএনজি চালক সুজিত দাস একজন নম্র ভদ্র শান্তি প্রিয় যুবক। দুর্বৃত্তরা সিএনজি চালক সুজিত দাস (৩০) কে গলাকেটে হত্যা করে তাঁর ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে। এই মর্মান্তিক হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, এই লাশের ময়নাতদন্তের জন্য ১৭ ই নভেম্বর সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারী দুর্বৃত্তরা চালক সুজিত দাস(৩০)কে হত্যা করে সিএনজি নিয়ে গেছে। এই হত্যাকান্ডের ঘটনাটি গুরুত্বের সহিত তদন্ত করা হচ্ছে। আশাকরছি পুলিশের হাতে অপরাধীরা ধরা পড়বে।