রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিমলায় শাহরিন ইসলাম তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগিনা ও নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ”ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নীলফামারীর ডিমলায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০এপ্রিল) সকালে উপজেলার ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠের মডেল মসজিদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন সভাপতি ডিআর জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন পর্যায়ের সকল সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিগত ফখরুদ্দীন- মঈনুদ্দীন গং পরবর্তীতে সময়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলায় ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য ”ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ তার পরিবারের উপর একাধিক মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেন।