বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী আক্কেলপুর সড়কের দুপাশে সারিসারি তাল গাছের সবুজ প্রকৃতি পথচারীদের আকৃষ্ট করে। বিগত বছর এই সড়কের প্রশস্তকরণ কাজ শেষ হলে তালগাছের সৌন্দর্য আরো বেড়ে যায়।
সে লক্ষ্যে নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় গত ৭ দিন পূর্বে থেকে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সড়কের দুপাশের তালগাছ গুলির পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ইতি মধ্যেই প্রায় ৩ শতাধীক তালগাছ পরিস্কার করা হয়েছে। প্রায় সহস্রাধিক গাছ এ সড়কে রয়েছে। তালগাছ পরিস্কার করায় পথচারীরা আকৃষ্ট হচ্ছে। চলতি পথে মটর সাইকেল, যানবাহন থামিয়ে ছবি, সেলফি তুলছে পথচারীরা।
রবিবার (২৪ নভেম্বর) বিকালে সংস্কার কাজের পরিদর্শনকালে শুভসংঘের বন্ধুদের সাথে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সাঈদ, আবু জর গিফারী, রানা হামিদ, দুলাল সাই, বিধান চন্দ্র সরকার ।
নজিপুর উপজেলার বাসিন্দা পথচারী সাখাওয়াত ও মধু জানান , পরিস্কার করে তালগাছের সারি খুব সুন্দর লাগছে তাই ছবি তুলছি। গাছগুলি পরিস্কার হওয়ায় সড়কের দুপাশে সৌন্দর্য্যরে বেষ্টুনী তৈরী হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে ব্যাপক সারা পড়েছে। উৎসুক জনতা শুভসংঘের কাছে দাবী করছে পরিস্কার করার পর যেন প্রতিটি গাছে চুনকাম করা হয়।
ইতি মধ্যে তালগাছ সংস্কার কাজ পরিদর্শন করেন, নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক। সংস্কার কাজ শেষ হলে গাছে চুনকাম করে দৃষ্টি নন্দন তৈরী করা হলে সড়কের দুপাশে সারিসারি তাল গাছের সৌন্দর্য বেরে যাবে। তৈরী হবে এখানে বসার জায়গা।
সড়কের প্রশস্তকরণ কাজ শুরুর পর থেকেই তালগাছ গুলি সংরক্ষণে কাজ করে শুভসংঘের প্রধান উপদেষ্টা ও কালের কন্ঠের বদলগাছী-মহাদেবপুর উপজেলা প্রতিনিধি, শুভসংঘের বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সেক্রেটারী মোছাদ্দেক হোসেন মূসা।