Sylhet 7:46 pm, Monday, 23 December 2024

বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলা চত্বরে এ দোকানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উপজেলার আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুর রহমান, শুভ রহমান, আব্দুল্লাহ আল সাদিক, আব্দুর রহমান সিজান ও মো. সজিব ন্যায্য মূল্যের দোকানে বিভিন্ন পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করে। তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন বদলগাছী উপজেলা প্রশাসন।
আজ আলু এবং পেঁয়াজ দিয়ে পণ্য বিক্রয় শুরু করা হয়। পেঁয়াজ প্রতি কেজি ১১৫ টাকা এবং আলু প্রতি কেজি ৭২ টাকা দরে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।

উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যাপক ঊর্ধ্বগতি। কিছু কিছু পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের এই দুর্দশা লাঘব করার জন্য আজ আলু এবং পেঁয়াজ বিক্রির মাধ্যমে ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম শুরু করা হলো। যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পর্যায়ক্রমে সেসব পণ্য আমরা কিনে নামমাত্র লাভে বিক্রয়ের চেষ্টা করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, সাধারণ মানুষ যাতে অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সে কারণে আমরা অল্প কিছু পণ্য দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে পণ্য আরো বৃদ্ধি করা হবে এবং খুবই অল্প লাভে এ পণ্যগুলো বিক্রয় করা হবে যাতে দোকানের পরিচালনা খরচটা বহন করা যায়।#

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন

প্রকাশের সময় : 12:32:49 pm, Wednesday, 27 November 2024

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলা চত্বরে এ দোকানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উপজেলার আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুর রহমান, শুভ রহমান, আব্দুল্লাহ আল সাদিক, আব্দুর রহমান সিজান ও মো. সজিব ন্যায্য মূল্যের দোকানে বিভিন্ন পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করে। তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন বদলগাছী উপজেলা প্রশাসন।
আজ আলু এবং পেঁয়াজ দিয়ে পণ্য বিক্রয় শুরু করা হয়। পেঁয়াজ প্রতি কেজি ১১৫ টাকা এবং আলু প্রতি কেজি ৭২ টাকা দরে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।

উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যাপক ঊর্ধ্বগতি। কিছু কিছু পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের এই দুর্দশা লাঘব করার জন্য আজ আলু এবং পেঁয়াজ বিক্রির মাধ্যমে ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম শুরু করা হলো। যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পর্যায়ক্রমে সেসব পণ্য আমরা কিনে নামমাত্র লাভে বিক্রয়ের চেষ্টা করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, সাধারণ মানুষ যাতে অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সে কারণে আমরা অল্প কিছু পণ্য দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে পণ্য আরো বৃদ্ধি করা হবে এবং খুবই অল্প লাভে এ পণ্যগুলো বিক্রয় করা হবে যাতে দোকানের পরিচালনা খরচটা বহন করা যায়।#