জলঢাকায় চাল কম দেয়ার অপরাধে জরিমানা

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

জলঢাকায় চাল কম দেয়ার অপরাধে জরিমানা

নীলফামারী জলঢাকায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পরিচালিত হতদরিদ্রের জন্য স্বপ্ল মূল্যের চাল কম দেয়ার অপরাধে নগদ অর্থ জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার কৈমারি বাজারে ডিলার আতোয়ারের গোডাউনে ভোক্তাদের এক কেজি চাল কম দেয়ার জন্য মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাচঁ হাজার টাকা জরিমানা করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন কার্ডধারিদের কাছে ৩০ কেজি চাল পনেরো টাকা দরে বিক্রি করেবে ডিলাররা।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন জানান খাদ্য নিরাপত্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় চাল কম দেয়ার অপরাধে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়। এর সর্বোচ্চ শাস্তি পঞ্চাশ হাজার টাকা জরিমানা। কোনো ডিলার এ অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে।