বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফারহানা, অফিসার ইনচার্জ(তদন্ত) সাইফুল ইসলাম, আহত শিক্ষার্থী মো. তাহসিন ইসলাম, ছাত্র প্রতিনিধি আরাফাত হোসাইন পাপ্পু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ’সহ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত পরিবারের সদস্য ও অভিভাবকবৃন্দ।#