সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদরে ভাড়াটিয়া বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।তবে স্বামী পলাতক রয়েছেন।
৪ঠা’মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মধ্যবাজারের হাজ্বী জহিরুল ইসলাম মোস্তফার বাসার দুতলার রান্নাঘরের জানালার গ্রীলে গলায় ওড়না পেছানো অবস্থায় মৃত লাশ উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ।
নিহত গৃহবধূ সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়নের গলহা গ্রামের নুরু তালুকদারের মেয়ে লিজা আক্তার(২০)।নিহতের পিতামাতা ও পরিবারের লোকজনের অভিযোগ রয়েছে বিগত দেরবছর পূর্বে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের সিংপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে এহসানুল হক মিলন বিবাহিত স্ত্রী ও তিন সন্তানের জনক থাকা সত্বেও লিজাকে বিয়ে করেন।এবং বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকতো।স্বামী সহ তার পরিবারের লোকজন কতৃক প্রতিনিয়তই শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার ছিলেন লিজা।এর জেরেই গতকাল রাতের কোন একসময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।তবে ঘরে থাকা সিলং ফ্যানের একটি পাখা ও দরজার ভিতরে থাকা একটি ক্লিপ ভাঙ্গা রয়েছে।নিহতের মা গণমাধ্যমকে জানান আমার ছোট মেয়ে লিজা প্রতিদিই সেহেরীর সময় মোবাইল কল দিয়ে ঘুম ভাঙ্গাতো।আজ আর মোবাইল করেনি এবং আমার কল রিসিভ করেনি।জামাইকে কলদিলে বললো কলমাকান্দা বাসায়,একথা বলে এরপর ফোন এখন পর্যন্ত বন্ধ।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন গণমাধ্যমকে বলেন, সাধারণ ডায়েরী মুলে মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।ময়না তদন্তের শেষে জানা যাবে আসল রহস্য। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT