Sylhet 9:40 pm, Tuesday, 7 January 2025

দোয়ারাবাজার সীমান্তে ভুমিখেকোদের দখলযজ্ঞে খাল এখন নালা!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বাশতলা দক্ষিণ কলোনীর মধ্যদিয়ে ভারত থেকে একটি খাল মৌলা নদীর তীরে এসে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (২জানুয়ারী) সকালে উপজেলার বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বাশতলা দক্ষিণ কলোনী গ্রামের মৃত্যুঃ আনছার আলীর পুত্র অহেদ আলী কৃষি জমির পাশ্ববর্তী একটি খাল বর্তমানে নালায়ে পরিনত।
বুরো মৌসুমে ফসল চাষ করে পরিবার নিয়ে বসবাস করেন তারা।
সরেজমিনে গিয়ে জানাগেছে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশে পানি প্রবেশ করে শতশত কৃষকদের ঘরবাড়ী সহ পানিতে তলিয়ে যায়। এতে করে কৃষি জমির উপর পানি এসে আক্রমন করে ফসলগুলো ধ্বংস করে ফেলে। কৃষকরা ফসল চাষ করে এ অঞ্চলের মানুষের রিজিকের একটি মাত্র পথ।কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু কৃষক ও ভূমি খেকোরা অবৈধভাবে খালের দুই দিকে দখল করে খালটি কে নালায়ে রূপান্তরিত করে ফেলছে। ফলে স্থানীয় শতশত কৃষকদের ফসল থেকে বঞ্চিত রয়েছে।
অভিযুক্ত কৃষক আব্দুল মন্নান বলেন,খাল দুই দিকে বড় করতে আমাদের কোন আপত্তি নেই।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন,সীমান্তবর্তী এলাকার কৃষক দের পক্ষ থেকে খাল দখলের বিষয়ে কাহারো বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি। আমরা আপনাদের মাধ্যমে শুনেছি।দ্রুত সরজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই অনুষ্ঠিত হচ্ছে টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতা, চলছে রেজিস্ট্রেশন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

দোয়ারাবাজার সীমান্তে ভুমিখেকোদের দখলযজ্ঞে খাল এখন নালা!

প্রকাশের সময় : 12:28:24 pm, Thursday, 2 January 2025

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বাশতলা দক্ষিণ কলোনীর মধ্যদিয়ে ভারত থেকে একটি খাল মৌলা নদীর তীরে এসে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (২জানুয়ারী) সকালে উপজেলার বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বাশতলা দক্ষিণ কলোনী গ্রামের মৃত্যুঃ আনছার আলীর পুত্র অহেদ আলী কৃষি জমির পাশ্ববর্তী একটি খাল বর্তমানে নালায়ে পরিনত।
বুরো মৌসুমে ফসল চাষ করে পরিবার নিয়ে বসবাস করেন তারা।
সরেজমিনে গিয়ে জানাগেছে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশে পানি প্রবেশ করে শতশত কৃষকদের ঘরবাড়ী সহ পানিতে তলিয়ে যায়। এতে করে কৃষি জমির উপর পানি এসে আক্রমন করে ফসলগুলো ধ্বংস করে ফেলে। কৃষকরা ফসল চাষ করে এ অঞ্চলের মানুষের রিজিকের একটি মাত্র পথ।কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু কৃষক ও ভূমি খেকোরা অবৈধভাবে খালের দুই দিকে দখল করে খালটি কে নালায়ে রূপান্তরিত করে ফেলছে। ফলে স্থানীয় শতশত কৃষকদের ফসল থেকে বঞ্চিত রয়েছে।
অভিযুক্ত কৃষক আব্দুল মন্নান বলেন,খাল দুই দিকে বড় করতে আমাদের কোন আপত্তি নেই।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন,সীমান্তবর্তী এলাকার কৃষক দের পক্ষ থেকে খাল দখলের বিষয়ে কাহারো বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি। আমরা আপনাদের মাধ্যমে শুনেছি।দ্রুত সরজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।