সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন। তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে ৮ ই জানুয়ারী রোজ বুধবার সকাল ১০ টায় জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান- পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন এর পরিচালনায় মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করে বিগত ২০২৪ সালের ডিসেম্বর মাসে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন (জাতিসংঘ পদকপ্রাপ্ত) এর নাম ঘোষণা করেন এই সভার সভাপতি পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান- পিপিএম। পরে পুলিশ সুপারের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন (জাতিসংঘ পদকপ্রাপ্ত)।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন দৈনিক অর্থদৃষ্টি পত্রিকাকে বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়।আমার থানার সকল পুলিশ সদস্যদের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন বিগত ২০২৪ সালের ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি এই জেলার ছাতক থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে ওসি হিসেবে জগন্নাথপুর থানায় যোগদানের প্রথম মাসেই তিনি শ্রেষ্ঠত্বের এ গৌরব অর্জন করেন।