সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
জুলাই বিপ্লবের একটি হৃদয়বিদারক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় পুলিশের গুলি থেকে প্রাণ বাঁচাতে ছাদের কার্নিশে ঝুলে থাকে তরুণ , এরপরও গুলি চালায় পুলিশ । তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় সেই তরুণ। এবার রামপুরায় ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাকে হাজির করা হয়।
অভিযোগে বলা হয় , ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নিমার্ণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল চন্দ্র সরকার। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির।
এর আগে, রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকায় এনে ধানমন্ডি থানা হেফাজতে রাখা হয়েছে এএসআই চঞ্চলকে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT