সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াশহরের জলিলপুরস্থ পৌর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের অসহায় ও গরীব ২৪৫ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করেন ।
বুধবার দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ। এছাড়ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভায় কর্মরত হিসাব রক্ষণ কর্মকর্তা, শিক্ষা ও আইসিটি কর্মকর্তা (অঃদাঃ) সন্তোষ কুমার দাস,সহকারী প্রকৌশলী (সিভিল) আশরাফুল ইসলাম কয়েস,পৌর প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় সহযোগী সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার।
পৌর স্কুল পরিদর্শন করায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ-কে পৌর স্কুলের পক্ষ থেকে জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুলতানা নাসরিন এর নেতৃত্বে সকল শিক্ষকমন্ডলী ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও সুনামগঞ্জ পৌরসভার কর্মচারীবৃন্দ ও স্থানীয় গ্রামবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।