‘বাংলাদেশি ব্লেড’ হামজা এখন শেফিল্ডের

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

‘বাংলাদেশি ব্লেড’ হামজা এখন শেফিল্ডের

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল শেফিল্ড ইউনাইটেডে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। অবশেষে সেটাই সত্যি হলো। ইংল্যান্ডের প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে নাম লিখিয়েছেন হামজা। ইতোমধ্যে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে শেফিল্ড।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে হামজার একটি ছবি পোস্ট করেছে শেফিল্ড। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশি ব্লেড।’ একই সঙ্গে বাংলাদেশের পতাকার একটি ইমোজিও জুড়ে দেওয়া হয়েছে।

হামজার সঙ্গে স্থায়ী চুক্তি করেনি শেফিল্ড। ধারে আগামী জুন পর্যন্ত শেফিল্ডের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই ফুটবলারকে। এই সময়কালে তার বেতনাদি শোধ করবে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ড।

নুতন ক্লাবে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামজা বলেন, ‘শেফিল্ডের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে আসার জন্য বেশকিছুদিন ধরেই আলোচনা চলছিল। আমি এই ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। লিগে ক্লাবের বর্তমান অবস্থান সম্পর্ক আমি অবগত। তাদের জন্য ভালো কিছু অল্জন করাই আমার লক্ষ্য।’

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল