জগন্নাথপুরে আলহাজ্ব তেরাব আলী (চেয়ারম্যান) কল্যাণ ট্রাস্ট কর্তৃক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এবং প্রবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব তেরাব আলী (চেয়ারম্যান) কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ১৬ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় প্রয়াতের নিজ বাড়ীতে অত্র ট্রাস্টের চেয়ারম্যান ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া কলকলিয়া ইউনিয়ন এর দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন।এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী, সালিসি ব্যক্তি আব্দুস ছালাম, চন্দন মিয়া, আবুল হোসেন, ফটিক ও ফুজায়েল আহমদ প্রমূখ।
এছাড়াও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড়-মোহাম্মদপুর (মোল্লা বাড়ী) গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব দুধু মিয়ার পরিবারের পক্ষ থেকে ১৬ ই জানুয়ারী সকাল ১১ ঘটিকার সময় নিজ বাড়ীতে মিলাদ মাহফিল শেষে প্রবাসী আলহাজ্ব দুধু মিয়া ও তাঁর সহধর্মিণী সাফিয়া বেগম কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক আলীনূর রশিদ, ডাক্তার আব্দুল আহাদ, আয়াছ মিয়া, নুরুজ্জামান, ডাক্তার মনির উদ্দিন, রুনু মিয়া ও শেখ নাঈম আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।