রাণীশংকৈলে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


SYLHET JOURNAL প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ / ০ Views
রাণীশংকৈলে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ(হোপ) প্রকল্প এর আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই দিনব্যাপী মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা রিসোর্স সেন্টারে ২ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা ও জেলা নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যরা অংশগ্রহণ করেন।

নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় সমাপনী দিনে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,সিএসও সভাপ্রধান মোবারক আলী, সম্পাদক হালিমা আক্তার ডলি, মানবকল্যান পরিষদের রাশেদুল আলম,রৌওশন আরা বেগম, শিরিন সুলতানা প্রমুখ।

এসময় মৌলিক অধিকার ও চাহিদার পাশাপাশি জেন্ডার ও সামাজিক ক্ষেত্রে নারী পুরুষের সমতার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা এবং শেষে দুস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।