তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। তাই সরাসরি এই সংস্করণের বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশের জন্য। সেই কাজটিই করে দেখাতে চান বাংলাদেশ দলপতি নিগার সুলতানা জোতি।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। আয়োজক দেশসহ পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দুই দলকে পার করতে হবে বাছাইপর্বের বাধা। যদিও বাছাইপর্ব নামক ক্লান্তি গায়ে লাগাতে চাইছেন না জোতি।
১৯ পয়েন্ট নিয়ে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের সাতে অবস্থান করছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারলে নিশ্চিতভাবেই সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে লাল সবুজ শিবির।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে জোতি বলেন, ‘সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আমাদের মূল্যবান পয়েন্ট দরকার। খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মেয়েদের মনোযোগ প্রবল। আমরা ওয়ানডে সিরিজ শুরুর জন্য মুখিয়ে আছি।’
‘কিছু পয়েন্ট আদায় করে নেওয়া এবং বিশ্বকাপের পথে এগিয়ে যাওয়ার জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আমরা এই সুযোগ লুফে নিতে চাই। আমাদের দলটি খুবই ভালো। কোনো দলই বাছাইপর্ব খেলতে চায় না। কারণ এটা ক্লান্তিকর’ যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজে নিজেদের প্রস্তুতি নিয়ে জোতি বলেন, ‘আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। অনেক আগে আমরা এখানে খেলেছি। দুটি দিন এখানে অনুশীলন করেছি আমরা। মেয়েরা ভালো করছে।’