Sylhet 11:14 am, Wednesday, 22 January 2025

আশা জাগিয়ে হারল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত জেতা হয়নি সুমাইয়া আক্তারের দলের। অজিদের কাছে দুই উইকেটে হেরেছে তারা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগে ব্যাট করে ৯১ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলীয় ৬৭ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

সেখানেই বিপদ শেষ হয়নি অস্ট্রেলিয়ার। ৮৬ রানে অষ্টম উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। এতোকিছুর পর জয় পাওয়া হয়নি লাল সবুজের দলের। চার বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসে খেলেন লাকি হ্যামিল্টন। ১৬ রান আসে কেটি পেলের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন জান্নাতুল মাওয়া।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে দশকের ঘরে যেতে পেরেছেন কেবল আফিয়া আসিমা ও সুমাইয়া আক্তার। আসিমা ২৯ ও সুমাইয়া করেন ১৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ব্রে, লেরোসা ও উইলিয়অমসন দুটি করে উইকেট নেন।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

আশা জাগিয়ে হারল বাংলাদেশ

প্রকাশের সময় : 06:44:49 am, Monday, 20 January 2025

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত জেতা হয়নি সুমাইয়া আক্তারের দলের। অজিদের কাছে দুই উইকেটে হেরেছে তারা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগে ব্যাট করে ৯১ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলীয় ৬৭ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

সেখানেই বিপদ শেষ হয়নি অস্ট্রেলিয়ার। ৮৬ রানে অষ্টম উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। এতোকিছুর পর জয় পাওয়া হয়নি লাল সবুজের দলের। চার বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসে খেলেন লাকি হ্যামিল্টন। ১৬ রান আসে কেটি পেলের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন জান্নাতুল মাওয়া।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে দশকের ঘরে যেতে পেরেছেন কেবল আফিয়া আসিমা ও সুমাইয়া আক্তার। আসিমা ২৯ ও সুমাইয়া করেন ১৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ব্রে, লেরোসা ও উইলিয়অমসন দুটি করে উইকেট নেন।