রেলওয়ে রানিং স্টাফেদের মাইলেজ জটিলতা নিরসনে আল্টিমেটাম দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই)
সিলেট অঞ্চল কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সকাল ১০:৩০ঘটিকায় সিলেট রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট শাখার সম্পাদক মো: আতিকুর রহমান এর সঞ্চালনায়।
এবং রানিং স্টাফ ঐক্য পরিষদ সিলেট অঞ্চলের আহবায়ক জনাব কামাল উদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগর শাখার সম্মানিত সভাপতি জনাব মো: শরীফুল ইসলাম।
আখাউড়া ও কুলাউড়া শাখা থেকে নেতৃবৃন্দ, গার্ড কাউন্সিল ও টিটিই এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিলেটস্থ বিভিন্ন বিভাগের কর্মচারীগনসহ বাংলাদেশ লেবার ফেডারেশন, সিলেট জেলার নেতৃবৃন্দ।
রেলওয়ে রানিং স্টাফদের (লোকোমাস্টার-গার্ড-টিটিই) মাইলেজ জটিলতা নিরসনের দাবীতে দীর্ঘদিনের চলমান আন্দোলন আরো তীব্র হয়ে উঠছে। আগামী ২৭ জানুয়ারীর মধ্যে ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে ২৮ জানুয়ারী রাত ১২:০১মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির (ট্রেন চালাবেন না) ঘোষণা দিয়েছেন রানিং স্টাফরা।
এতে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাবে। শুধু যাত্রীবাহী ট্রেন নয় মালবাহী এবং তেলবাহী ট্রেনসহ সবই বন্ধ হয়ে যাবে। এতে সাধারণ যাত্রীর ভোগান্তিসহ রেলওয়ের রাজস্ব আয়ে বড় ধরনের প্রভাব পড়বে।রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের মন্ত্রী পরিষদ সচিব, রেলপথ মন্ত্রী, সচিব এবং ডিজিসহ উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে আস্বস্ত হয়ে পূর্বের ন্যায়ে ট্রেন চালিয়ে আসছেন।
কিন্তু অর্থ মন্ত্রণালয় ১৬২বছর যাবৎ পেয়ে আসা মাইলেজ সুবিধা দিতে অসম্মতি জানানোর পর রানিং স্টাফদের মধ্য ক্ষোভ বাড়তে থাকে। বিষয়টি সমাধানের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব, ডিজিসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ ৩১ ডিসেম্বর, ২০২৪খ্রি: পর্যন্ত সময় নেন।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন সুষ্ঠু সমাধান না হওয়ায় রানিং স্টাফগণ ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি: পর্যন্ত বিষয়টি সমাধানের সময়সীমা বেধে দেন। এই সময়ের মধ্যে তাদের ন্যায্য অধিকার ফিরে না পেলে ২৮ জানুয়ারী, ২০২৫ খ্রি: রাত ১২:০১ হতে সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করবেন জানান।