বাংলাদেশ পুলিশের পোশাকের রঙে পরিবর্তন এসেছে।
ছবি: বাংলাদেশ পুলিশের নতুন পোশাক
খুব শিগগিরই মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। বর্তমানে পুলিশের পোশাকের রঙ গাড় নীল। তবে এবারই যে পুলিশের পোশাকের রঙে পরিবর্তন আনা হচ্ছে এমন নয়। এর আগেও ২০০৪ এবং ২০১৬ সালে পুলিশের পোশাকে আনা হয় পরিবর্তন।
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পুলিশের পোশাকের রঙ মূলত খাকি। তবে রাজ্যভেদে আছে তারতম্য। এই রঙের পোশাকের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত। আমাদের এই অঞ্চল যখন ব্রিটিশ শাসিত ছিল তখনই পুলিশ ব্যবস্থা চালু হয়েছিল, তবে প্রথম দিকে কোনো নির্ধারিত পোশাক ছিল না। কিছু সময় পর তাদের জন্য সাদা পোশাক করা হয়। কিন্তু এই পোশাক নিয়েও একটা সমস্যা দেখা দেয়, সেটা হল, পুলিশ সদস্যদের সাদা ইউনিফর্ম ডিউটি করার সময় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। এতে ব্রিটিশ পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা খুবই বিচলিত হয়ে পড়তেন।
ফলে নোংরা আড়াল করতে পুলিশ সদস্যরা তাদের ইউনিফর্ম বিভিন্ন রঙে রাঙাতে থাকে, যা ছিল বিব্রতকর। ১৮৪৭ সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে, পুলিশের ইউনিফর্মটি হালকা হলুদ এবং বাদামি রঙে রাঙানো হয়েছিল। তারপর চা পাতা, পানি ব্যবহার করে সুতির কাপড়ের রং রঞ্জকের মতো তৈরি করে ইউনিফর্মের ওপর লাগানো হতো। যার ফলে পোশাকের রং খাকি হয়ে যায়। সেই বছরই পুলিশে খাকি রঙের পোশাক গৃহীত হয়।
এই অঞ্চলের আরেকটি দেশ নেপাল। দেশটির পুলিশের পোশাকের রঙ গাড় নীল রঙের। কোমরে কালো মোটা বেল্ট। তবে পোশাকে কোনো লোগো বা ডিজাইন নেই।
এরপর যে দেশের নাম আসে তা হলো পাকিস্তান। ভারতের মতোই পাকিস্তান পুলিশের পোশাকের ধরণ রাজ্যভেদে আলাদা হয়ে থাকে। যেমন কালো, জলপাই সবুজ, হালকা নীল ও সাদা।
বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির পুলিশের পোশাক মূলত ছাই রঙের শার্ট ও ডিপ নেভি ব্লু রঙের প্যান্ট।
এই অঞ্চলের আরেক দেশ ভুটান। তাদের পুলিশের নাম রয়্যাল ভুটান পুলিশ। দেশটির পুলিশের পোশাকের রঙ কালো শার্ট ও প্যান্ট। মাথায় আকাশী ক্যাপ। দুই হাতায় দুইটি লোগো।