Sylhet 1:07 am, Wednesday, 22 January 2025

চোর সন্দেহে কৃষককে পেটানোয় সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের হারানো গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার হওয়াকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাওর থেকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়ার ৩টি গরু হারিয়ে যায়। হারানো গরু খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামে হারানো গরুগুলো খুঁজে পান দুদু মিয়া। এসময় হারানো গরু আনতে গেলে চোর সন্দেহ রাজনগর গ্রামের খোরশেদ মিয়ার লোকজন দুদু মিয়ার উপর হামলা করেন। হামলা খবর পেয়ে দুদু মিয়ার পক্ষের ও গোতগাঁও গ্রামের কিছু লোক দুদু মিয়াকে উদ্ধারের জন্য গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়া (৬৫), গোতগাঁও গ্রামের ময়না মিয়া(৪৫), জুবেল মিয়া(৩৫), টিপু মিয়া(১৮), শামছু মিয়াকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় ইউপি মেম্বার) মজুমদার আলী বলেন, উভয় গ্রামের মুরুব্বিদের মধ্যে আলোচনা চলছে। আশা করছি সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

চোর সন্দেহে কৃষককে পেটানোয় সংঘর্ষ, আহত ১০

প্রকাশের সময় : 06:10:41 am, Tuesday, 21 January 2025

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের হারানো গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার হওয়াকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাওর থেকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়ার ৩টি গরু হারিয়ে যায়। হারানো গরু খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামে হারানো গরুগুলো খুঁজে পান দুদু মিয়া। এসময় হারানো গরু আনতে গেলে চোর সন্দেহ রাজনগর গ্রামের খোরশেদ মিয়ার লোকজন দুদু মিয়ার উপর হামলা করেন। হামলা খবর পেয়ে দুদু মিয়ার পক্ষের ও গোতগাঁও গ্রামের কিছু লোক দুদু মিয়াকে উদ্ধারের জন্য গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়া (৬৫), গোতগাঁও গ্রামের ময়না মিয়া(৪৫), জুবেল মিয়া(৩৫), টিপু মিয়া(১৮), শামছু মিয়াকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় ইউপি মেম্বার) মজুমদার আলী বলেন, উভয় গ্রামের মুরুব্বিদের মধ্যে আলোচনা চলছে। আশা করছি সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।