কয়েকদিন পর ৪০ এ পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই বয়সেও তারকা ফরওয়ার্ডের পারফরম্যান্সে ভাটা পড়েনি। মাঠে নামলেই গোল করা যেন নিয়মে পরিণত হয়েছে তার। তারই ধারাবাহিকতায় এবার অন্য রকম এক সেঞ্চুরির দেখা পেলেন রোনালদো।
সৌদি প্রো লিগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসের। দলের জয়ে দিনে জোড়া গোল করেন রোনালদো। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৬৫ মিনিটে রোনালদোর কল্যাণে এগিয়ে যায় আল নাসের।
তাতেই আল নাসেরের জার্সিতে ১০০ গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) হন রোনালদো। ৯২তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করলেন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে আরও একবার জালের দেখা পান। আল নাসেরের হয়ে সিআরসেভেনের গোল সংখ্যা এখন ৮৩টি। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে ১৮ গোল করিয়েছেন তিনি।
একই দিন সৌদি প্রো লিগের চলমান মৌসুমের গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন রোনালদো। ১৫ ম্যাচ শেষে তার নামের পাশে শোভা পাচ্ছে ১৩ গোল।