Sylhet 2:50 pm, Wednesday, 22 January 2025

হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ

ইতালির রাজধানী রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে। তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল।

ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অবশ্য শেষ পর্যন্ত কিছু পাওয়া না গেলেও সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা এ নিয়ে বিমান বন্দরে টানটান উত্তেজনা, উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেছেন, সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে।

এক বিবৃতিতে তিনি বলেন, একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। কিন্তু সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।

খবর পাওয়ার পর পুরো বিমান বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বেলা পৌনে ১২টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে বোমা সদৃশ কোনো বস্তু পায়নি।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ

প্রকাশের সময় : 09:36:47 am, Wednesday, 22 January 2025

ইতালির রাজধানী রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে। তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল।

ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অবশ্য শেষ পর্যন্ত কিছু পাওয়া না গেলেও সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা এ নিয়ে বিমান বন্দরে টানটান উত্তেজনা, উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেছেন, সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে।

এক বিবৃতিতে তিনি বলেন, একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। কিন্তু সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।

খবর পাওয়ার পর পুরো বিমান বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বেলা পৌনে ১২টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে বোমা সদৃশ কোনো বস্তু পায়নি।