সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কনফারেন্স হল রুমে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক
দোয়ারাবাজারে ভোটার হালনাগাদ সংক্রান্ত সম্মনয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মনয় সভায় ভোটার হালনাগাদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার মোহম্মদ মোশারফ হোসেন খাঁনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। তিনি বলেন, উপজেলায় ভোটার হালনাগাদ সংক্রান্ত বিষয়গুলির মধ্যে যদি কোন অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দক্ষ ও চৌকস লোক কে দায়িত্ব দিয়ে পূর্ণরায় কার্যক্রম পরিচালনা করবেন বলে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক,উপজেলা প্রকৌশলী, আব্দুল হামিদ, উপজেলা বিএনপি র আহবায়ক সামসুল হক নমু, উপজেলা জামায়াতে আমীর ডা.হারুনুর রশিদ, উপজেলা বিএনপি ‘র’ যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল বারী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জিয়া উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান, উপজেলা দক্ষিণ জামায়াতের আমির দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, সহ প্রমুখ।