Sylhet 1:37 pm, Wednesday, 22 January 2025

সিলেটে সিএনজি অটোরিকশা চো র চক্রে তিন সদস্য গ্রে ফ তা র

 সিলেটে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৩ জনকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিকশাও।

 

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে  সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে দুজন ও পরদিন (২১ জানুয়ারি) বিকালে শাহজালার উপশহর থেকে একজনকে গ্রেফতার করা হয়।

 

তারা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রাম (হরিশচর বাজার)-এর বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট মহানগরের শাহজালাল উপশহর ২ নং রোডের এইচ ব্লকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)। তাদের দেওয়া তথ্যমতে পরে চুরিকৃত অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।

 

গত ১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাহজালাল সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়ে যায়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দুদিনের চেষ্টায় পুলিশ এ চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করে।

 

এ ঘটনায় আরো ৩/৪ জন জড়িতে বলে জানিয়েছেন পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

 

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

জামায়াত-ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

সিলেটে সিএনজি অটোরিকশা চো র চক্রে তিন সদস্য গ্রে ফ তা র

প্রকাশের সময় : 11:15:35 am, Wednesday, 22 January 2025

 সিলেটে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৩ জনকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিকশাও।

 

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে  সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে দুজন ও পরদিন (২১ জানুয়ারি) বিকালে শাহজালার উপশহর থেকে একজনকে গ্রেফতার করা হয়।

 

তারা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রাম (হরিশচর বাজার)-এর বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট মহানগরের শাহজালাল উপশহর ২ নং রোডের এইচ ব্লকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)। তাদের দেওয়া তথ্যমতে পরে চুরিকৃত অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।

 

গত ১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাহজালাল সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়ে যায়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দুদিনের চেষ্টায় পুলিশ এ চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করে।

 

এ ঘটনায় আরো ৩/৪ জন জড়িতে বলে জানিয়েছেন পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে।