Sylhet 3:10 pm, Monday, 23 December 2024

কত কোটির সম্পত্তি কিনলেন সুহানা

প্রায়ই নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন শাহরুখ–কন্যা সুহানা খান। এবার সম্পত্তি কিনে জোর চর্চায় তিনি। বাবা শাহরুখের পথেই হাঁটছেন এই তারকা–কন্যা।

সুহানা খান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সুহানা খান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আনুষ্ঠানিকভাবে সুহানা না জানালেও বিভিন্ন সূত্রে জানা গেছে, এই অভিনেত্রী মুম্বাইয়ের কাছে আলিবাগের থাল গ্রামে বড় একটি জমি কিনেছেন।

জমিটির দাম ৯ কোটি ৫০ রুপি। এ জন্য তাঁকে ৫৭ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। আলিবাগের রায়গঢ়ের থাল গ্রামে জমিটির আয়তন ৭৮ হাজার ৩০০ বর্গফুটের বেশি।

১৩ ফেব্রুয়ারি জমিটির নিবন্ধন হয়েছে। তবে এর আগে এই একই এলাকায় শাহরুখ খান এক সম্পত্তি কিনেছিলেন। সুহানার এই সম্পত্তি কেনার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত-অনুসারীরা সুহানাকে অভিনন্দন জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘শুভকামনা সুহানা। বাবার পথ অনুসরণ করে চলছেন আপনি।’ আরেকজন লিখেছেন, ‘সুহানা নিজের ছবির পারিশ্রমিক দিয়ে সম্পত্তি কিনেছেন।’

সুহানা খান। ইনস্টাগ্রাম থেকে
সুহানা খান। ইনস্টাগ্রাম থেকে

সুহানা কিছুদিন আগেই ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে সিনেমা দুনিয়ায় পা রেখেছেন। জোয়া আখতারের ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। ‘দ্য আর্চিজ’-এ সুহানা ছাড়াও ছিলেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

কত কোটির সম্পত্তি কিনলেন সুহানা

প্রকাশের সময় : 08:52:34 pm, Sunday, 17 March 2024

প্রায়ই নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন শাহরুখ–কন্যা সুহানা খান। এবার সম্পত্তি কিনে জোর চর্চায় তিনি। বাবা শাহরুখের পথেই হাঁটছেন এই তারকা–কন্যা।

সুহানা খান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সুহানা খান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আনুষ্ঠানিকভাবে সুহানা না জানালেও বিভিন্ন সূত্রে জানা গেছে, এই অভিনেত্রী মুম্বাইয়ের কাছে আলিবাগের থাল গ্রামে বড় একটি জমি কিনেছেন।

জমিটির দাম ৯ কোটি ৫০ রুপি। এ জন্য তাঁকে ৫৭ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। আলিবাগের রায়গঢ়ের থাল গ্রামে জমিটির আয়তন ৭৮ হাজার ৩০০ বর্গফুটের বেশি।

১৩ ফেব্রুয়ারি জমিটির নিবন্ধন হয়েছে। তবে এর আগে এই একই এলাকায় শাহরুখ খান এক সম্পত্তি কিনেছিলেন। সুহানার এই সম্পত্তি কেনার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত-অনুসারীরা সুহানাকে অভিনন্দন জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘শুভকামনা সুহানা। বাবার পথ অনুসরণ করে চলছেন আপনি।’ আরেকজন লিখেছেন, ‘সুহানা নিজের ছবির পারিশ্রমিক দিয়ে সম্পত্তি কিনেছেন।’

সুহানা খান। ইনস্টাগ্রাম থেকে
সুহানা খান। ইনস্টাগ্রাম থেকে

সুহানা কিছুদিন আগেই ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে সিনেমা দুনিয়ায় পা রেখেছেন। জোয়া আখতারের ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। ‘দ্য আর্চিজ’-এ সুহানা ছাড়াও ছিলেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।