সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫
জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আগামীকাল ১ ফেব্রুয়ারী শনিবার সুনামগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
মাইকিং, লিফলেট, মিছিল সহ ব্যাপক সারা ফেলেছে সুনামগঞ্জের ১৩ টি উপজেলায়।
এ উপলক্ষে প্রচার প্রচারণায় নানা কর্মসূচী পালন করছেন বিভিন্ন উপজেলা ও পৌর জামায়াতের নেতা কর্মীরা।
এরই অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর জমায়াতের উদ্যোগে এক বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার বেলা ২ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভা যাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পৌরসভা প্রদক্ষিণ করে জুবিলী স্কুল মাঠে এসে শেষ হয়।
এসময় নেতা কর্মীরা জামায়াত আমিরের আগমনে স্বাগত জানিয়ে দলীয় ও ইসলামী বিভিন্ন ¯স্লোগান দেন।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস্ উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল্লাহ, জেলা প্রচার সেক্রেটারি নুরুল ইসলাম, পৌর জামায়াতের আমাীর আব্দুস সাত্তার মু মামুন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, জেলা আইবিডব্লিএফ’র সভাপতি হাজী মু ফরিদ উদ্দিন সহ জামায়াত ও শিবিরের অসংখ্য নেতাকর্মী শতঃস্ফুর্ত অংশ গ্রহণ করেন।
মোটর শোভাযাত্রার পুর্বে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান কর্মীসম্মেলনে সুনামগঞ্জে সর্বকালের বৃহৎ জমায়েত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন সম্মেলন সফল করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিত আলাপ হয়েছে। সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে কর্মীসম্মেলন।
সম্মেলনকে কেন্দ্র করে পোষ্টার ব্যানারসহ অতিথিদের স্বাগত জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তোরণ নির্মাণ করে সুসজ্জিত করা হয়েছে।
সম্মেলন সফল করতে বিগত ১৫ দিন ধরেই জেলার সকল পর্যায়ের নেতা কর্মীদের সমাবেশ মিছিল মিটিংয়ে প্রচার প্রচারণা ছিল চোখে পড়ার মত।
এদিকে সম্মেলন সফল করতে একই সময়ে জেলার দোয়ারাবাজার, জামালগঞ্জ, জগন্নাথপুর, দিরাই,ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভপুর উপজেলাতেও বিশাল বহর নিয়ে মোটর শোভাযাত্রার করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT