সিলেট জেলার, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আকদ্দুছ আলী বলেন, শুরু করিতেছি পরম করুনাময় মহান আল্লাহ্ তায়ালার নামে,শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টি কর্তার প্রতি যিনি আমাদের কে সুস্থ ভাবে বাছিয়ে রেখেছেন।আশা নয় বিশ্বাস করি প্রিয় বিশ্বনাথ উপজেলা সকল ভালোবাসার ভাই বোনেরা ভালো আছেন,ভালো আছেন পিতৃতুল্য শ্রদ্ধেয় মোরোব্বিয়ান।আপনাদের দোয়ার বরকতে আমি ও ভালো আছি।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রিয় মা বাবার প্রতি যাদের উছিলায় এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পারছি। বড় হয়েছি তাদের অফুরন্ত ভালোবাসায়। মা বাবার ঋণ কখনো সুধ হবার নয়। ভালোবাসা অবিরাম প্রিয় মা বাবা প্রতি।
সুপ্রিয় উপজেলাবাসীন আপনারা অবগত আছেন, আমরা সবাই জানি বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। দেশের একদম প্রত্যন্ত অঞ্চলেও এই উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, বাণিজ্য, ক্রীড়া সকল ক্ষেত্রেই এসেছে অভূতপূর্ব সাফল্য।
আমি বিশ্বাস করি পৃথিবীর যত সমস্যা কিংবা সংকট সবই সমাধান হয়েছে রাজনীতিবিদদের হাত ধরেই, যতো দেশ উন্নত হয়েছে সবই রাজনীতিবিদদের হাত ধরে হয়েছে। রাজনৈতিক ব্যক্তি জনপ্রতিনিধি হলে এলাকার অবকাঠামোগত সামাজিক উন্নয়ন কিংবা সন্ত্রাস নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।
প্রিয় উপজেলাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি স্কুল জীবন থেকে জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ এর মাধ্যমে রাজনীতিতে পদার্পন করে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী, মাদক ও সন্ত্রাস নির্মূল, সাধারন মানুষের ন্যায্য অধিকার আদায়, রাস্তাঘাটের আমূল উন্নয়ন, সবমিলিয়ে নিজ উপজেলা অবকাঠামোগত সামগ্রিক উন্নয়ন ও একটি পরিচ্ছন্ন উপজেলা গড়তে এবং যুবসমাজকে সুন্দর, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত জীবনযাপনে বিশ্বনাথ উপজেলা গড়ে তুলতে সকলের দোয়া ও সমর্থন একান্ত প্রয়োজন।
আমার বিশ্বনাথ উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের সম্মানিত ভোটারদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট খানা আগামী ৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ রোজ বুধবার হেলিকপ্টার মার্কায় দিয়ে বিশ্বনাথ উপজেলা বাসীর সেবা করার সুযোগ করে দিন। আমি দেশবিদেশ অবস্থানরত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।