দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার বাংলাবাজার জজ মিয়ার বাড়িতে ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি আবু বকরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় তাজির উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে আ’লীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছি এবং টানা ১৮ বছর ইউনিয়নের জনপ্রতিনিধি ছিলাম। আমি জনসেবা করার লক্ষ্যে ভোটের লড়াইয়ে নেমেছি। আমাকে জনগণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে দোয়ারাবাজার উপজেলাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করার চেষ্টা করবো। উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করবো।
উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জজ মিয়া, আবু মোহাম্মদ, আব্দুল মালিক, আনোয়ার আলী, যুবলীগ নেতা রসিক মিয়া,আব্দুল খালেক, নাজিম উদ্দীন সহ প্রমুখ।