জগন্নাথপুরে সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জগন্নাথপুর -তেলিকোনা(চন্ডিঢহর) সড়কে সিএনজি ও অটোরিক্সার মুখো-মুখি সংঘর্ষে যুবদল নেতা মাসুম (২৬) ও নাজমা(৪০) সহ পাঁচজন আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত নাজমা(৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর -তেলিকোনা( চন্ডিঢহর) সড়কের সাংগিয়ারগাঁও ( হাজী বাড়ী) সংলগ্ন এলাকায় সকাল প্রায় ১১ঘটিকার সময় সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সার মধ্যে মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সা গাড়ী যাত্রী জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী অফিজ মিয়ার স্ত্রী নাজমা বেগম(৪০) ও একই গ্রাম নিবাসী ফয়জুল হক এর ছেলে কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ (২৬) সহ পাঁচজন আহত হয়েছেন। তৎক্ষনাৎ স্থানীয়রা গুরুতর আহত নাজমা বেগম (৪০) ও মাসুম আহমেদ (২৬) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তমধ্যে গুরুতর আহত নাজমা বেগম(৪০)কে উন্নত চিকিৎসার জন্য সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। মাসুম আহমেদ (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় ব্যাটারী চালিত অটোরিক্সা দুমড়ে- মুচড়ে গেছে ও সিনজি গাড়ীর কিছু ক্ষতি হয়েছে।