রেনেসাঁ ইসলামিক সোসাইটি একদিন এ সমাজে আলো ছড়াবে।। হাফিজ জাকির হোসাইন

0Shares
রেনেসাঁ ইসলামিক সোসাইটি একদিন এ সমাজে আলো ছড়াবে।। হাফিজ জাকির হোসাইন

সুনামগঞ্জের ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন বলেছেন রেনেসাঁ ইসলামিক সোসাইটি একদিন এ সমাজে আলো ছড়াবে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ছাতক উপজেলার নোয়ারাই ইউপি’র মানিকপুর গোদাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
‘হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান’ এই স্লোগানে রেনেসাঁ ইসলামিক সোসাইটি চৌমুহনী বাজার এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য রেনেসাঁ ইসলামিক সোসাইটি তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছে।
এতে এলাকার সকল শ্রেনী-পেশার ২’শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।

এদিকে,রেনেসাঁ ইসলামিক সোসাইটি চৌমুহনী বাজার এর উদ্যোগে আয়োজিত মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, সংগঠনের এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা প্রশংসা করেন।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রেনেসাঁ ইসলামিক সোসাইটি চৌমুহনী বাজার সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। এতে আমরা আমাদের পরিবার এবং আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন.
সাবেক কৃষিসম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হামিদ।

রেনেসাঁ ইসলামিক সোসাইটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও
সেক্রেটারি হাফিজ মাও কাউসার আলম’র সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন
লামাসানিয়া সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক দেলোয়ার হোসাইন, নালিয়ার বাজার মাদ্রাসার মুহতামিম মাও অলিউর রহমান,
সংগঠনের সহ-সভাপতি মাষ্টার আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ ডাঃ বিলাল হোসেন।

এসময় সংগঠনের কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম,
প্রচার সম্পাদক হাফিজ নুর উদ্দিন,অফিস সম্পাদক আব্দুর রউফ,আইসিটি সম্পাদক ফরহাদ আলম,সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

0Shares