রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মাধবপুর থানার ওসি’র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীর নগরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

 

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের বক্তব্যে বলেন, অপরাধী ও মাদক পাচারকারীদের আমি কোন ছাড় দিব না। আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি মাধবপুর থানাকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো: কবির হোসেন, এসআই নাজমুল হাসান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, এসআই মো. সাইদুল ইসলাম, আন্দিউড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।