দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
দিরাই সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দিরাইয়ের একটি রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইফতেখার মো. নাবিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে এস এম উমেদ আলীকে সভাপতি ও এহিয়া আহমদ লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত ঐক্য জোরদারে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
আপনার মতামত লিখুন :