জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা সাজ্জাদ (৪৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া’র দিক নির্দেশনায় অত্র থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন এর নেতৃত্বে এসআই সাকিব হোসেন, এএসআই আলী আকবর সহ একদল পুলিশ ২০শে এপ্রিল রোজ রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রতিয়ারপাড়া গ্রাম নিবাসী মৃত মাসিম খান এর ছেলে একই উপজেলার মীরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও মীরপুর ছাত্রলীগের সাবেক সদস্য বর্তমানে মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর থানার মামলা নং- ১৭ তাং-২৯/ ১০/ ২০২৪ইং,ধারা- The special power act, 1974 section 15(3)/25 D এর সন্দিগ্ধ আসামী সাজ্জাদ খান(৪৩)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২১শে এপ্রিল সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামী সাজ্জাদ খান (৪০)কে গ্রেপ্তার পূর্বক সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :