
২৫ শে মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস। এ দিবস উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় শহীদদের স্মরণে ছাতকের মাধবপুর শিখা সতেরো স্মৃতিসৌধে পুষ্পস্তোবক অর্পণ করা হয়। যথাক্রমে শিখা সতেরো স্মৃতিসৌধে পুষ্পস্তোবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ আবু নাছির। এ ছাড়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ছাতক থানা পুলিশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক হাসপাতাল, স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তর ও ব্যাংক-বীমার কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।