
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও অপরাধীদের চিহিৃত করণ এবং ডাকাত গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকায় ২৮ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৩.৪০ ঘটিকায় জনাব আশরাফুল ইসলাম, অফিসার ইনচার্জ(দক্ষিণ), জেলা গোয়েন্দা শাখা, সিলেটের এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সরদার হেলাল মিয়া (৩৫), পিতা-মৃত হাফিজ জমির আলী, সাং-চৌকা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ বর্তমানে জনৈক আফতাব মিয়ার ভাড়াটিয়া বাসা রুম নং-০৫, থানা-মোগলাবজার এসএমপি, সিলেট-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সরদার হেলাল মিয়ার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি, ০১টি অস্ত্র মামলাসহ ও সুমানগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় ০১টি ডাকাতি, ছাতক থানায় ০৩টি ডাকাতি, ০১টি চুরি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ০১টি চুরি, ০২টি ডাকাতি, ০১টি অস্ত্র আইনে, এসএমপি, সিলেটের জালালাবাদ থানায় ০১টি মাদক মামলা, ০১ অস্ত্র মামলা, দক্ষিণ সুরমা থানায় ০১ ডাকাতি এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় ০১টি ডাকাতি মামলাসহ সর্বমোট ১৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সরদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।