সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:08 PM, March 28, 2025
দিরাই উপজেলায় পিছিয়ে পড়া ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য সৈয়দ সূরজ আলী মেমোরিয়াল ট্রাস্ট এর ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকাল ২.০০ ঘটিকা হইতে পরীক্ষা চলে ৪.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত মেধাবৃত্তি পরীক্ষা বিভিন্ন হাইস্কুল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সূরজ আলী মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ডা.সৈয়দ মোনাওয়ার আলী আটগ্রাম কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সিভিল সার্জন অধ্যক্ষ ডা.সৈয়দ মোনাওয়ার আলী স্যার। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য শিক্ষানুরাগী জনাব, সৈয়দ ছয়ফুল আলম ইমরান ও সৈয়দ কুতবুল আলম সাহেব। মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন ডা.সৈয়দ মোনাওয়ার আলী আটগ্রাম কলেজের প্রভাষক জনাব, জাবেদ মোশারফ। প্রভাষক,পাপিয়া আক্তার ও অফিস স্টাফ সাইফুল ইসলাম ও আসপিয়া বেগম। পরিশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্য অধ্যক্ষ ডা.সৈয়দ মোনাওয়ার আলী স্যার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সমাজকে পরিপূর্ণ সংস্কার করতে হলে শিক্ষার বিকল্প নেই। এই মফস্বল এলাকায় আমার জন্ম পড়াশোনা করেছি বলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সম্মানের সহিত জনসাধারণের জন্য কাজ করেছি। এই কলেজ প্রতিষ্ঠা করেছি, আরও বিভিন্ন প্রতিষ্ঠান আমার রয়েছে। বর্তমানে আমি সরকারি চাকরি থেকে রিটায়ার্ড। তারপরও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখছি। এই গুণে ধরা সমাজকে পরিবর্তনের জন্য তোমাদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে আমার আমৃত্যু ভূমিকা থাকবে।
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT