সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫
মিয়ানমারের প্রত্যন্ত গ্রামের একটি ক্লিনিকে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে একজন ডাক্তারসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) সকালে মাগওয়ে অঞ্চলের হান খার গ্রামে এ হামলা হয়, যা বর্তমানে অভ্যুত্থানবিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রী ছিলেন। হামলায় একটি বাড়ির ভেতরে খোলা অস্থায়ী ক্লিনিকটি বিধ্বস্ত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক গ্রামবাসী বলেন, ‘বিমানটি খুব নিচে দিয়ে উড়ছিল। আমরা যখন লুকিয়ে ছিলাম তখন জোরে বোমা বিস্ফোরণ শুনতে পাই।’
তিনি আরও বলেন, ‘আমি যখন এলাকাটি পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন আমি কেবল মানুষের দেহের টুকরো দেখতে পেয়েছিলাম। এটি দেখে আমার খুব খারাপ লেগেছিল। ’
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার এক বিধ্বংসী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, যেখানে জান্তা, অভ্যুত্থানবিরোধী গেরিলা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সুত্র – যুগান্তর
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT