শাবিপ্রবিতে সৃজনশীল বই আলোচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত


Sylhet Journal প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ /
শাবিপ্রবিতে সৃজনশীল বই আলোচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে সৃজনশীল বই আলোচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ব্যাটেল অব বুকওয়ারমস’ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হন তামান্না তাসলিম। যৌথভাবে প্রথম রানার আপ হন জেমিমা জামান সিলিয়া ও রাইনা খন্দকার রাখি এবং দ্বিতীয় রানার আপ হন মো. তাসিনম হোসেন রাতুল।

এ ছাড়া এ প্রতিযোগিতায় উম্মে জান্নাত তাসনিম, সৌম্যদীপ দাস, এনামুল হাসান ওয়াসি, মো. আসাদুল্লাহ আল গালিব, রিফাহ সানিজদা, এলমা তাবাসসুম, খাইরুল ইসলাম তুহেল এবং রুহিতা রহমান তানহা সম্মানসূচক সার্টিফিকেট অর্জন করেন।

শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস, বিশ্লেষণধর্মী লেখার দক্ষতা বাড়ানো এবং চিন্তাশীল মত প্রকাশে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান সংগঠনটির সদস্যরা।

এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তাঁদের পঠিত বইয়ের ওপর রিভিউ জমা দেন। এসব রিভিউয়ের সেরা ৩৫ টি সেমিফাইনালের জন্য মনোনীত হয়। সেখান থেকে ১২ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় বলে জানান আয়োজকরা।

এ প্রতিযোগিতার লাইভ স্টোরিটেলিং পারফরম্যান্স পর্বে প্রতিযোগীরা বিচারকমণ্ডলীর সামনে তাঁদের বইয়ের রিভিউ গল্পের মতো করে উপস্থাপন করেন ।

এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সংগঠনটির উপদেষ্টা ড. মাহবুবুল হাকিম